ফ্লোরিডায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল বাংলাদেশী মোশতাকের
নিউইয়র্ক থেকে এনা : ছিনতাইকারির গুলিতে নিহত হলেন মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ(৫৯)। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সন্তান মোশতাক আহমেদ থাকতেন নিউজার্সির আটলান্টিক সিটিতে মেয়ের বাসায়। ৭ মাস আগে এখানকার সিবরিং সিটিতে এসে ৬২৯ এন রিজউড ড্রাইভে অবস্থিত শেল ফুড মার্টে কাজ নিয়েছিলেন। সেই কর্মস্থলেই গত ১৭ অক্টোবর শনিবার সকালে কৃষ্ণাঙ্গ এক দুর্বৃত্ত কর্তৃক আক্রান্ত হন মোশতাক আহমেদ। দুর্বৃত্তকে সমস্ত নগদ অর্থ দেয়ার পরও বাঁচতে পারেননি মুক্তিযোদ্ধা মোশতাক। বন্দুকধারি কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়। এরপর এ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়। কয়েক ঘন্টা পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে পুলিশ জানায়। শেল ফুডমার্টের সার্ভিলেন্স ক্যামেরা নিয়ে গেছে পুলিশ। কিন্তু মঙ্গলবার রাত ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত দুর্বৃত্ত গ্রেফতার হয়নি বলে কম্যুনিটি লিডার আমিনুল ইসলাম অপু এবং সেন্ট্রাল ফোরিডা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর মিলন এনাকে জানান। অপু জানান, মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর শুক্রবার বাদ জুমা সেন্ট্রাল ফোরিডা মসজিদে। এরপর তার লাশ দাফনের জন্যে বাংলাদেশে নেয়া হবে। দেশে তার কন্যা ও ছেলে রয়েছেন।