গোয়াইনঘাটে ফুটবল খেলায় সংঘর্ষ : আহত ১০

ফাইল ফটো
ফাইল ফটো

সুরমা টাইমস ডেস্কঃ গোয়াইনঘাটে ফুটবল খেলোয়াড়দের কথা কাটাকাটির জের ধরে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘঠনা ঘটে। আহতদের সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয় গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের খুরমখলা গ্রামের উত্তর মাঠে এক ফুটবল প্রতিযোগিতায় প্রতিদ্ব›িদ্বতা করছিল জাঙ্গাইল বনাম লাঠি গ্রামের খেলোয়াড়রা। দুপুর ২টার দিকে ভূল বুঝাবুঝির সূত্র ধরে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উত্তপ্ত হয়ে উঠে মাঠের পরিবেশ। কিছুক্ষণের মধ্যে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে উভয় দলের সমর্থকদের মধ্যে। শুরু হয় সংঘর্ষ। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে।
খবর পেয়ে তোয়াক্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ ও ইউপি সদস্য সামসুদ্দিন আল আজাদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে সংঘর্ষ থামাতে সক্ষম হন।
সংঘর্ষের এ ঘটনায় জাঙ্গাইল গ্রামের ইসলাম উদ্দিন, আব্বাস আলী, দেলোয়ার হুসেন, আসকির আলী, জহির উদ্দিন, রাসেল এবং লাঠি গ্রামের আব্দুল করিম, সুহেল আহমদ, মন্তাজ আলী ও রফিক আহমদ মরাত্মক আহত হন। এদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।