প্রকাশিত সংবাদে ভিন্নমত

Delwar Chhatroleageডেস্ক রিপোর্টঃ গত ২৭-১১-২০১৫ইং তারিখে সাপ্তাহিক সুরমা টাইমস পত্রিকার অনলাইন ভার্সনে “গোয়াইনঘাটে জলমহাল নিয়ে সংঘর্ষ, ৪জন গুলিবিদ্ধসহ আহত ১০” শিরনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পড়তে গিয়ে আমি লক্ষ্য করলাম, উক্ত সংবাদে আমার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। গোয়াইনঘাটের থুবরী-শিলচান্দ জলমহালে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে মনাফ বাহিনীর উপর গুলিবর্ষণ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। কারণ ঐ দিন ২৬-১১-২০১৫ ইং তারিখে আমি শহরের টিলাগড় বাসায় সারাদিন ছিলাম। অতএব, বিষয়টি আমলে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
প্রতিবেদকের বক্তব্যঃ সুরমা টাইমস-এ যে সংবাদ প্রকাশিত হয় তা ছাত্রলীগ নেতা দেলওয়ারের নামে নয়, বরং জলমহাল নিয়ে সংঘর্ষের নামে সংবাদটি প্রকাশিত হয়। সংবাদের কিয়দাংশে ছাত্রলীগ নেতা দেলওয়ারের নামে অভিযোগ আনা হয়। এখানে সুরমা টাইমস প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য কিংবা অভিযোগ প্রকাশিত হয়নি, এটা মনাফ গংদের অভিযোগ যে ছাত্রলীগ নেতা দেলওয়ার ও তার সহযোগীদের নেতৃত্বে গুলিবর্ষন করা হয়।

গোয়াইনঘাটে জলমহাল নিয়ে সংঘর্ষ, ৪জন গুলিবিদ্ধসহ আহত ১০