গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারেটি ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গোলাপগঞ্জ থেকে কে.এম. আব্দুল্লাহঃ গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে কোন উদ্যোগ গ্রহণ করলে তাতে সফলতা আসবেই। আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে অপরের কল্যাণে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সুখি সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে যুব সমাজ এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। তিনি গতকাল রোববার স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারেটি কাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ প্রেসকাব মিলনায়তনে চ্যারেটি কাবের সভাপতি হুমায়ুন কবির রুবেলের সভাপতিত্বে ও শাহ এম এ সালমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসকাব সভাপতি আব্দুল আহাদ, একটি বাড়ী একটি খামার প্রকল্পের স্বমন্বয়ক শফিকুল ইসলাম, এ ওয়াহাব প্লাজার সত্ত্বাধিকারী আলহাজ্ব হোসেন আহমদ, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ, নিসচার সভাপতি ইলিয়াছ আহমদ, তরুণ সমাজসেবী সুমন আহমদ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জয় রায় হিমেল সুহিন আহমদ, নুরুল ইসলাম মাসুদ, মেহরাজুল ইসলাম অমিত, ডি এইচ মান্না, সাইফুর রহমান, জয়নাল আবেদীন, নাছির আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন।