১৫৫ রানে অলআউট, বিপদে সিলেট

40929সুরমা টাইমস ডেস্কঃ প্রথম ইনিংসে বরিশাল বিভাগকে ১৫৫ রানে অলআউট করে দিলেও জবাবে শুরুটা ভালো হয়নি সিলেট বিভাগের।
দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। রাজিন সালেহ ৭ ও রুমান আহমেদ ১ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বরিশালের থেকে এখনো ৯৭ রানে পিছিয়ে আছে সিলেট।
ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের এই ম্যাচে শনিবার প্রথম দিনেই বরিশালকে মাত্র ১৫৫ রানে অলআউট করে দেয় সিলেট। জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৫ রান।
ইমতিয়াজ হোসেন ২৫ ও জাকির হাসান ৯ রান নিয়ে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। তবে দিনের প্রথম বলেই বিদায় নেন জাকির।
তৌহিদুল ইসলামের বলে বোল্ড হন জাকির (৯)। দুই ওভার পর ইমতিয়াজও সাজঘরের পথ ধরেন। গোলাম কবিরের বলে শাহিন হোসেনকে ক্যাচ দেন ইমতিয়াজ (২৫)।
এরপর অধিনায়ক অলক কাপালিও সুবিধা করতে পারেননি। দলীয় ৫৫ রানে গোলাম কবিরের বলেই সালমান হোসেনকে ক্যাচ দেন কাপালি(৪)।
উল্লেখ্য, তিন রাউন্ড শেষে দ্বিতীয় স্তরের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে বরিশাল বিভাগ। তিন ম্যাচের তিনটিতে ড্রয়ে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। অন্যদিকে সিলেট বিভাগও তিন ম্যাচের তিনটিতে ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।