নবীগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষার দ্বিতীয় মডেল টেষ্ট শুরু

কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পরীক্ষার্থী ১ শত ৩৯ জন

pic nabiganj schoolউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার প্রাথমিক সমাপনী পরীক্ষার ২য় মডেল টেষ্ট গতকাল শনিবার শুরু হয়েছে। নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আদিত্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,কানাইপুর শিখন স্কুল,আদিত্যপুর ব্র্যাকস্কুল ১ ও ২,চরগাঁও ব্র্যাক স্কুলসহ ৬ টি বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ৫৪ জন এবং ছাত্রী ৮৫ জনসহ মোট ১৩৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেছে।প্রতিদিন সকাল-বিকাল ২টি বিষয়ে ৩ দিন আমাগীকাল সোমবার পর্যন্ত এ পরীক্ষা অনুষ্টিত হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক প্রজেশ রায়। গতকাল শনিবার সকালে কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম,নবীগঞ্জ প্রেসকাবরে সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন,প্রধান শিক্ষক রুমা রানী দাশ,শিক্ষক শুকা পাল,শিক্ষক অঞ্জলী দাশ,শিক্ষক হাসনা বেগম,শিক্ষক সম্পা দেব,শিক্ষক সুমিতা রানী পাল,শিক্ষক হেপি রায়,শিক্ষক রুমা রানী পোদ্দার,শিক্ষক সাবিহা আক্তারসহ অভিভাবকবৃন্দ।