শহরতলীর চাতলিবন্দ থেকে স্কুল ছাত্র নিখোঁজ
সুরমা টাইমস ডেস্কঃ শহরতলীর খাদিমনগর ইউনিয়নের চাতলিবন্দ গ্রাম থেকে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে আর ঘরে ফেরেনি। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, শহরতলীর খাদিমনগর ইউনিয়নের চাতলিবন্দ গ্রামের বাসিন্দা ছমির আলীর পুত্র শাহেদ আহমদ (১৪) গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে আর ঘরে ফেরেনি। সে নগরীর আখালিয়াস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র। পর দিন শনিবারও বাড়িতে না ফেরায় অনেক খোজাঁখুজির পর এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরী করেন তার চাচা আজির উদ্দিন।
এয়ারপোর্ট থানার জিডি নং ৭১৬ (১৭/১০/১৫)। হারিয়ে যাবার সময় তার পরনে ছিল নীল টিশার্ট ও ফুল জিন্স প্যান্ট। তার গায়ের রং ফর্সা। কোন হ্রদয়বান ব্যক্তি শাহেদ আহমদের সন্ধান পেলে তারা চাচা আজির উদ্দিনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মোবাইল ০১৭১২২৮৬৩৪৫।