এলডিপির জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২৬ অক্টোবর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ জাতীয় কাউন্সিল ও নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১৫ অক্টোবর দুপুরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে সভায় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের সভাপতি এম এম খালেদ সাইফুল্লা, যুব বিষয়ক সম্পাদক তমিজ উদ্দিন টিটু, প্রচার সম্পাদক বেলাল হোসেন মিয়াজী, ঢাকা মহানগর এলডিপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তালুকদার ও গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদ শফিউল বারী রাজু উপস্থিত ছিলেন।
সভায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ কাউন্সিল উপলক্ষে আগত সকল কাউন্সিলর ও গেলিগেটদের ২৬ অক্টোবর সকাল ৯.৩০ এর মধ্যে কার্ড সংগ্রহ করতে অনুরোধ করেন।