উৎসব মুখর পরিবেশে প্রতিটি নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন
-গোলাপগঞ্জে নির্বাচন কমিশনার জাবেদ আলী
নোমান মাহফুজ:গোলাপগঞ্জে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাবেদ আলী আগমন করলে আমাদের পক্ষ থেকে জোরালো দাবী উঠেছিল গোলাপগঞ্জ তথা সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত জনপদ সেহেতু প্রবাসীদেরকে অবশ্যই ভোটার করতে হবে। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনার আশস্ত করে বলেলেন, প্রবাসীরা নিয়মতান্ত্রিক ভাবে যেকোন সময়ে আবেদন করলে বাংলাদেশে ভোটার হতে পারবেন। বিদেশে বসবাসকারী অনেক প্রবাসী ইতিমধ্যে বাংলাদেশে ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন, আগামীতেও এ সুযোগ অব্যাহত থাকবে। তিনি স্বচ্ছ ও গ্রহণ যোগ্য ভোটার তালিকার বিষয়ে অতিগুরুত্বারূপ করে বলেন যাদের বয়স জানুয়ারীতে ১৮ বছর হবে তাদেরকে অবশ্যই ভোটার করা হবে, এক্ষেত্রে মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে ভোটার তালিকা পরিপূর্ণ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন। সংবাদিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বললেন নির্বাচন কমিশন চায় প্রতিটি নির্বাচন উৎসব মুখর পরিবেশের মাধ্যমে সম্পন্ন করতে। নিজ স্বার্থে অনেক জন প্রতিনিধি ভোটার করানোর জন্য বয়সের ব্যাপারে অনিয়মের আশ্রয় নিয়ে থাকেন, তা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। ভোটার হওয়ার ক্ষেত্রে বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে কোন শিথিলতা না দেখাতে জনপ্রতিনিধি ও ভোটার তালিকা তৈরির কাজে নিয়োজিতদের প্রতি তিনি আহবান জানান। রোহিঙ্গা বা বাংলাদেশী নয় এমন কাউকে ভোটার করা হবে না বলে তিনি জানালেন। বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৫ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খানের সঞ্চালনায় ও মাওলানা আব্দুল মতিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির গোলাপগঞ্জ অঞ্চলের পরিচালক আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী ইসমাইল আলী, দাড়ীপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাক্তার আব্দুর রহমান, সেক্রেটারী রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মামুন আহমদ রিপন, আমুড়া ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুর রহমান, ডাক্তার শাহিনুল ইসলাম শাহিন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী শাহাব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌঃ,গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌ:,সাধারণ সম্পাদক নোমান মাহফুজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।