বড়লেখা পৌর শহরের ডাকাতি : কুখ্যাত বাবুল ডাকাত গ্রেফতার
সুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের তেলিগুল গ্রামের তজম্মুল আলী চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বাবুল মিয়া (৩৮)। সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। বাবুল মিয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কোনাগাঁও গ্রামের ফখর উদ্দিনের পুত্র।
গোলাপগঞ্জ থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে পুলিশের কাছে পৌর শহরে তেলিগুলের ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বাবুল মিয়া ইতি পূর্বে গ্রেফতার হওয়া ৫ ডাকাতের সহযোগী। সে পৌর শহরের তেলিগুলের ডাকাতির সাথে জড়িত ছিল।