ওসমানী হাসপাতালের বাথরুমের ভেনটিলেটর ভেঙে আসামির পলায়ন
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন নারী ও শিশু নির্যাতন মামলার সামাদ রাব্বানী (২৬) নামের এক আসামী হাসপাতালের বাথরুমের ভেনটিলেটর ভেঙে পালিয়ে গেছে। রবিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সামাদ রাব্বানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিল।
রবিবার রাতে সে বাথরুমে যায়। এসময় সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাথরুমের ভেনটিলেটর ভেঙে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগীর মিয়া জানান, অসুস্থ অবস্থায় সামাদ রাব্বানীকে গত মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় ভর্তি করা হয়। রবিবার রাতে বাথরুমের ভেনটিলেটর ভেঙে সে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বরত ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।