কাজিরবাজার সেতু সহ ১১টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ সুরমা নদীর ওপর নির্মিত কাজীর বাজার সেতু, সিলেট বিমানবন্দর বাইপাস সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, মানিকগঞ্জে ৩টি সেতুর উদ্বোধন, হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প, চট্টগ্রাম এঙপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম স্ট্যান্ডার্ড গেজ ডাবল লাইন প্রকল্প সহ সারা দেশে মোট ১১টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিট প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পোস্তগোলা সরকারি ময়দার মিল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যক্রম।
এ ছাড়া আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান হল।প্রকল্পগুলো উদ্বোধনের আগে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক।