বিশ্বের অন্যতম বয়স্ক মহিলা শ্রীমঙ্গলের কুমুদিনি দেব
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি: পৃথিবীর অন্যতম বয়স্ক মহিলা কুমুদিনি দেব (১১৫)। বয়স্ক মানুষদের নিয়ে বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুযায়ী তাকে পৃথিবীর অন্যতম বয়স্ক মহিলা হিসেবে ভাবাই যায়। মৌলভীবাজার জেলার এক সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ কুমুদিনি দেব বয়সের ভারে ন্যুজ্ব হলেও এখনও কোন সহযোগিতা ছাড়াই চলাচল করছেন।
কুমুদিনি দেব জানান, ১৩০৭ বঙ্গাঁব্দে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাও (আলিশারকুল) গ্রামের এক সভ্রান্ত পরিবারে তার জন্ম। তার পিতা মৃত সোনামনি দেব এবং মাতা মৃত কিরণ বালা দেব। ৪ ভাই ও ২ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ১৩১৭ বঙ্গাঁব্দে মাত্র দশ বছর বয়সে একই উপজেলার মাজডিহি গ্রামের ঐতিহ্যবাহী মহাজন বাড়ির কৃষ্ণ চন্দ্র দেবের (কৃষ্ণ মহাজন) সাথে তার বিবাহ হয়। তার ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে ২ছেলে ও ১ মেয়ে ইতোমধ্যে মারা গেছেন। বর্তমানে কুমুদিনি দেব বার্ধক্যজনিত কারণে অনেক কিছুই মনে করতে পারছেন না। ছেলে, মেয়ে, পুত্রবধূ সহ চোখের সামনে অনেক আপনজনদের হারানোর কারণে নিরবে চোখের জল ফেলে কাঁদতে থাকেন। মাঝে-মধ্যে স্মৃতিভ্রম জনিত সমস্যায় ভোগেন। তার জীবিত ছেলে, মেয়ে ও নাতি-নাতনি সহ আপনজনদের সার্বিক সহযোগিতায় তিনি ভালোই আছেন বলে জানাযায়। উল্লেখ্য যে, গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রবীণতম মানুষ ছিলেন জাপানের সাকারি মেমোই (১১২)। তিনি চলতি বছরের প্রথম দিকে মারা যান। পত্রিকান্তরে জানা যায়, রাজধানী টুকিওর সাইতামা এলাকার এক বৃদ্ধ নিবাসে বসবাসকারী মেমোই পেশায় একজন শিক্ষক ছিলেন। গিনেস বুকে তার পূর্বের বয়স্ক মানুষের রেকর্ড ছিল ১১৭ বছর। সে হিসেবে বর্তমানে বিশ্বের অন্যতম বযস্ক মহিলা মৌলভীবাজারের কুমুদিনি দেব (১১৫) কে ভাবাই যায়।