সিলেট উন্নয়ন সংস্থার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহম কামরান বলেছেন, মানুষের সেবা করা এক ধরনের ইবাদত। সিলেট উন্নয়ন সংস্থা সেই মানব সেবার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে যা সত্যিকারর্থে প্রশংসনীয়। মানুষের কল্যাণে কাজ করলে দুনিয়া এবং আখিরাতে সুফল পাওয়া সম্ভব। সিলেট উন্নয়ন সংস্থা সম্পুর্ণ নিঃস্বার্থভাবে সেই কাজটি করে যাচ্ছে যা ইতিমধ্যে সুধীমহলে প্রশংসা কুড়িয়েছে।
গত রোববার স্থানীয় একটি হোটেলে সিলেট উন্নয়ন সংস্থার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সংস্থার সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এহছানুল করিম মিশুর পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদস্য আলতাফুর রহমান আনছার। স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রকি দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ডাঃ এম শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবি রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সহ সভাপতি আলী আহসান হাবিব, সিলেট উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক বাবুল আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন লাহিন, প্রচার সম্পাদক হিফজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস, সদস্য মিজানুর রহমান, আফজল হোসেন, ইশতিয়াক মাহবুব জনি, জাহাঙ্গীর আলম মজুমদার, শাহান আল মাহমুদ খান, ইয়াহিয়া বিন আনোয়ার চৌধুরী, মেহেদী হাসান আলমগীর, আবিদুল হক শাহান, সাদিকুর রহমান বদরুল প্রমুখ।