বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি যুবলীগের সভাপতি শাহাব উদ্দিন ময়ষট্টির ছোট ভাই বুরহান উদ্দিনের রহস্য আত্মহত্যার খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হলেও এলাকায় গুঞ্জন চলছে বিদেশ যাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে শয়ন কক্ষে ঝুলিয়ে রাখা হয়। ২৪ এপ্রিল রোববার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার পুর্বহাতলিয়া গ্রামের মকদ্দছ আলীর ছেলে ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপি যুগলীগের সভাপতি শাহাব উদ্দিনের ছোট ভাই বুরহান উদ্দিন (২৫) শনিবার রাতে পারিবারিক কলহ শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। পরদিন সকালে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বড়লেখা থানার এসআই স্বপন জানান, পারিবারিক কলহের জের ধরে বুরহান উদ্দিন আত্মহত্যা করতে পারে বলে তিনি ধারনা করছেন। রোববার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।