ওঁরাও সম্প্রদায়ের শেষ রাজা জম্বুর মৃত্যু : অস্তিত্ব সংকটে ওঁরাও সম্প্রদায়
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে ওঁরাও সম্প্রদায়ের শেষ রাজা জম্বু ওঁরাও আর নেই। ১১০ বছর বয়সে শনিবার সকালে শহরতলীর বালুচরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার বিকেলে শহরতলীর দলদলি চা বাগানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন জম্ব ওঁরাও। তার মৃত্যুর মধ্য দিয়ে সিলেটে ওঁরাও সম্প্রদায় একেবারেই অভিভাবকহীন হয়ে পড়লো।
এক সময় সিলেট শহতলীর বালুচর এলাকায় ওঁরাও সম্প্রদায়ের বসবাস ছিল। ওই এলাকায় শত শত একর ভূমি তাদের মালিকানায় ছিল। সময়ের পরিক্রমায় ওঁরাওরা এখন অস্তিত্ব সংকটে। জায়গা জমি হারিয়ে ওঁরাও সম্প্রদায়ের লোকজন নগরীর বালুচর ছেড়ে বিভিন্ন স্থানে চলে গেছেন।
ওঁরাও সম্প্রদায়ের শেষ রাজা জম্বু’র আশ্রয়ে বালুচর এলাকায় ৩০-৩৫টি পরিবারের বাস ছিল। কিন্তু শনিবার জম্বু রাজার মৃত্যুতে এই পরিবারগুলো অভিভাবকহীন হয়ে পড়েছে।