কমলগঞ্জে উন্নয়ন মেলা অনুষ্ঠিত
বিশ্বজিৎ রায়,কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের প্রচারণা সংক্রান্ত দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৫ সমাপ্ত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। র্যালী শেষে স্থানীয় ইসলাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ। উন্নয়ন মেলায় সরকারের বাস্তবায়িত বিভিন্ন দপ্তরের উন্নয়নের প্রকল্পের চিত্র বিল বোর্ডের প্রদর্শন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।