বড়লেখায় গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি

বিশ্বজিৎ রায়,কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে ইচ্ছামত অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারি চালকরা যাত্রীদের কাছ থেকে অনুমোদনহীন বাড়তি ভাড়া আদায় করায় প্রতিদিন যাত্রীদের সঙ্গে চালকদের ঝগড়া-জাটি ও উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ভাড়া আদায় নিয়ে উপজেলার বিভিন্ন রোডে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। যাত্রীদের অভিযোগ গ্যাসের মূল্য যে হারে বেড়েছে, চালকরা তার কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে। ভুক্তভোগী জনসাধারন অবিলম্বে সরকারীভাবে ভাড়া নির্ধারন করে তা বাস্তবায়নে তদারকির উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছেন। জানা গেছে, পরিবহনের ভাড়া বাড়বে কি না সরকারিভাবে এখনো সিদ্ধান্ত না এলেও সে অপেক্ষায় থাকতে রাজি নয় অটোরিকশা চালকরা। তাদের (চালকদের) বক্তব্য যেহেতু বর্ধিত মূল্যে গ্যাস কিনতে হচ্ছে সেহেতু ভাড়াও বাড়িয়ে দিতে হবে। তবে যাত্রীরা তা মানতে চাইছেন না। যাত্রীদের অভিযোগ, গ্যাসের দাম প্রতি ঘনমিটারে বেড়েছে মাত্র ৫ টাকা। আর ভাড়া বাড়ানো হয়েছে জনপ্রতি ৫ থেকে ১০ টাকা। নির্দিষ্ট দূরত্বে পূর্বের ভাড়ার চেয়ে ৫ থেকে ১০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা। তবে কোন কোন চালক পুর্বের মত ভাড়া আদায় করছে। বিভিন্ন স্ট্যান্ড ঘুরে জানা যায়, বড়লেখা পৌর শহর থেকে কুলাউড়া পর্যন্ত ৪৫ টাকার স্থলে ৬০ টাকা, বড়লেখা থেকে দক্ষিণভাগ পর্যন্ত ১৫ টাকার স্থলে ২০ টাকা, চান্দগ্রাম থেকে বড়লেখা পর্যন্ত ১৫ টাকার স্থলে ২৫ টাকা, কানুনগো বাজার থেকে বড়লেখা পর্যন্ত ১৫ টাকার স্থলে ২৫ টাকা, কাঠালতলী থেকে বড়লেখা পর্যন্ত ১০ টাকার স্থলে ১৫ টাকা ভাড়া আদায় করছে চালকরা। তবে চালকরা বলছেন, বাড়তি ভাড়া চাইলেও যাত্রীরা দিতে চাইছেন না। উল্টো তারা চড়াও হচ্ছেন তাদের ওপর।
উপজেলা ভুক্তা অধিকার এসোশিয়েশনের সাধারন সম্পাদক ইকবাল হোসেন স্বপন জানান, সরকারী অনুমোদন বিহীন ভাড়া বৃদ্ধি অন্যায়। প্রতি ঘনমিটারে ৫ টাকা গ্যাসের দাম বৃদ্ধির জন্য জনপ্রতি ৫/১০ টাকা ভাড়া বৃদ্ধি অযৌক্তিক ও যাত্রীদের সাথে চরম অবিচার। এ ব্যাপারে ক্যাব (ভুক্তা অধিকার এসোশিয়েশন) পদক্ষেপ নেবে। এ বিষয়ে বড়লেখা দক্ষিণ বাজার আটোরিকশা (সিএনজি) স্ট্যান্ডের সভাপতি মোঃ আবুল হাসান জানান, পরিবহণের ভাড়া বাড়বে কি না, এ বিষয়ে জেলা কমিটি থেকে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। তবে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় কেউ কেউ ভাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।