মাধবপুরে গৃহবধূর আত্মহত্যা নিয়ে ধুম্রজাল!
বিশ্বজিৎ রায়,কমলগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে আফিজা বেগম (২৩) নামে এক গৃহবধুকে তার স্বামী ও তার পরিবার হত্যার করেছে বলে পিতার দাবী। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের কদ্দুছ মিয়ার স্ত্রী। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের কদ্দুস মিয়ার স্ত্রী এক সন্তানের জননী এবং ৫ মাসের অন্তঃসত্বা আফিজা বেগম মঙ্গলবার সকালে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বার আব্দুল আহাদ মাধবপুর থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ও এস আই রহমত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তীরের হালকা গোলাপী রংয়ের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশটি নামিয়ে এস আই রহমত আলী লাশটির সুরত হাল করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ঘটনার পর থেকে স্বামী-কুদ্দুস মিয়া, শাশুড়ি-আছিয়া খাতুন ও দেবর কাউছার মিয়াসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এ ঘটনায় আফিজা বেগম এর পিতা এরশাদ আলী বাদি হয়ে তার স্বামী, শাশুরী এবং দেবরের নাম উল্যেখ করে একটি হত্যা মামলা করেছেন।