মাধবপুরে বেসরকারী মাধ্যমিক শিক্ষিকাদের হোস্টেলের নির্মাণ কাজ ১২ বছরেও শেষ হয়নি

madhabpur pic-3হামিদুর রহমান, মাধবপুর থেকেঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের জন্য হোষ্টেলের নির্মান কাজ ১২ বছরে ও শেষ হয়নি। লাখ লাখ টাকা ব্যায়ে নির্মিত এই হোস্টেল ভবনটি এখন পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ভবনটির দেয়ালে ধরেছে শ্যাওলা , গজে উঠেছে বিভিন্ন ধরনের গাছ – গাছালি। দরজা জানালা বিহিন ভবনটিতে রাতের আধারে শিয়াল কুকুড়ের বসবাস দেখা যায় । ২০০৪ সালে হঠাৎ করে ভবন নির্মানের কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১২ বছর যাবত ভবনটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকার ফলে নির্মাণাধীন ভবনের ইটে শেওলা পড়েছে। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে। উপজেলা প্রশাসনের কেউই নির্মাণ কাজ বন্ধের কারণ জানাতে পারেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি জানান, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষকদের আবাসন সমস্যা সমাধান করতে শিক্ষা মন্ত্রনালয় ইউরোপীয় কমিশনের আর্থিক সহায়তায় ২৮ লাখ টাকা অনুদানে গ্রামীণ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষক উব্ধুদ্ধকরণ, প্রশিক্ষণ ও নিয়োগ কার্যক্রম (প্রমোড) প্রকল্পের আওতায় ২০০৩ সালে এ কার্যক্রম শুরু হয়। কিছূ দিন পর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় হোস্টেল নির্মাণের কাজ আটক পড়ে যায়। কিন্তু কোন ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়েছিল তা বলতে পারেনি উপজেলা প্রশাসনের কেউই। চৌমুহনী খুশির্দ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু মিহির চন্দ্র দেব জানান, অনেক শিক্ষিকাকে উচ্চ মূল্যে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে উপজেলা সদরে। হোস্টেলটি বসবাসের উপযোগী হলে অনেকেই এখানে অবস্থান নিতে পারত।