২০১৫ সালের ফোবানা পদক ঘোষণা

প্রতি বৎসর ফোবানা একটি সংগঠনকে পুরস্কৃত করে ফোবানা পদক প্রদান করে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ। এবছরও তাঁর ব্যতিক্রম নয়। ফোবানার এ্যাওয়ার্ড কমিটির এবছরের চেয়ারম্যান ফোরিডার জনাব আতিকুর রহমান তাঁর কমিটি থেকে ২০১৫ সালের ফোবানা পদকের জন্য বাংলাদেশের মহিলা ও শিশু অধিদপ্তরে নিবন্ধনকৃত সংগঠন – তৃণমূল নারী উদ্দ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কে মনোনীত করে ফোবানা এক্সিকিউটিভ কমিটিতে পাঠান তাদের মনোনয়ন গ্রহন করার জন্য। এই সংগঠন নারীর অর্থনৈতিক মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের ৩ কোটিরও বেশী তৃণমূল নারীদেরকে নিয়ে। তারা গৃহকেন্দ্রিক কর্মী গড়ে তুলছে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে এবং নারীদের শেখাচ্ছে কিভাবে তৈরী করতে হবে আন্তর্জাতিক বাজারযোগ্য পন্য। তারা ইতোমধ্যে বরিশালের নারকেলের ছোবরা, গাইবান্ধার তুলসী পাতা সিলেটের থাই কে আর রূপগঞ্জের জামদানী ভিত্তিক পণ্য বাজারজাত এবং রফতানী শুরু করেছে। এছাড়া তারা এই নারীদেরকে দেশে এবং বিদেশের বিভিন্ন মেলায় অংশগ্রহন করতে সাহায্য করে থাকে। এবছর তারা বাংলাদেশ, চায়না ও ইন্ডিয়া ছাড়াও তাদের সদস্যদের ভেতর থেকে ১০ জনকে বেছে পাঠাবেন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে স্টল নিয়ে তাদের পন্যকে তুলে ধরতে।
07232015_08_FOBANA ফোবানা এক্সিকিঊটিভ কমিটি তাদের এ্যাওয়ার্ড কমিটির এই মনোনয়নের ওপর ভিত্তি করে অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে যে এবছর তৃণমূল নারী উদ্দ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)ই পাবে ২০১৫ সালের ফোবানা পদক। এই পদকের পুরো নাম হলো – FOBANA Outstanding Community Service Award of 2015″ । ইতোমধ্যে তৃণমূল নারী উদ্দ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কে জানিয়ে দেয়া হয়েছে এই সুখবর এবং একই সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীকেও জানানো হয়েছে এই খবর। তাঁকে আমন্ত্রন জানানো হয়েছে তিনি যেন উপস্থিত থাকেন সেপ্টেম্বরের ৬ তারিখে নিউ ইউর্কে যে দিন তৃণমূল নারী উদ্দ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) –এর কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হবে এই পদক। তিনি আমন্ত্রন গ্রহন করেছেন এবং মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। তৃণমূল নারী উদ্দ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর পক্ষ থেকে এই পদক গ্রহণ করতে বাংলাদেশ থেকে আসবেন সিইও হিমাংশু মিত্র। তাঁর সাথে সফরসংগী হবেন সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহীন আখতার সাথী, সেন্ট্রাল কমিটির ট্রেজারার তৌহিদা হায়দার, ঢাকা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেলিনা হাসান, সিলেট ডিস্ট্রিক্ট মেম্বার সৈয়দা রাবেয়া আক্তার রিয়া ও সেন্ট্রাল কমিটি মেম্বার সৈয়দা সালমা আখতার। পররাস্ট্র মন্ত্রনালয় থেকে তাদের পরিচিতি পত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে আমেরিকান দূতাবাসে ভিসা প্রক্রিয়ার জন্য। বিজ্ঞপ্তি