সিলেটে ঈদুল আযহার জামাত কোথায় কখন

Sylhet-Shahi-Eidgahসুরমা টাইমস ডেস্কঃ ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ। ইতোমধ্যে বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটি ঈদুল আযহার জামাতের সময়সূচি নির্ধারণ করেছে।
সিলেটের নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে বয়ান করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক খান এবং জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন।
দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
টিলাগড় শাহ মাদানী ঈদগাহ নগরীর টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি মাওলানা বুরহান উদ্দিন এতে ইমামতি করবেন।
কুশিঘাটস্থ গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দরগাহে হযরত শাহ পরান (রহ.) মাজার ইদগাহে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ গাছ হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জামাতে ইমামতি করবেন।
নগরীর সিলেট কালেক্টরেট মাঠে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।
নগরীর শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদের পরিবর্তে মসজিদ সংলগ্ন শেখঘাট সরকারি কলোনী মাঠে ঈদুল আযহা’র জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা নাজিম উদ্দিন।
পশ্চিম পীর মহল্লার গৌছুল উলুম জামেয়া ইসলামিয়ার ময়দানে ঈদুল আযহার জামাত সকাল পৌণে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে বয়ান পেশ ও ইমামতি করবেন মাওলানা পীর আব্দুল জব্বার।
পাঠানটুলা নবাবী ঈদগাহে ঈদুল আযহার জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তাড়ল জামে মসজিদের ইমাম ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল করিম ঈদের জামাতে ইমামতি করবেন।