সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সুরমা টাইমস ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার বেলা ১১টার দিকে তালশহর স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মঈনুল হোসেন জানান, দুর্ঘটনার ফলে কয়েকটি গন্তব্যের অন্তত আটটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
“এর মধ্যে রয়েছে ঢাকাগামী সিলেট মেইল, উপকূল এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস, ঢাকা থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতি।”
তবে, কোনো ট্রেন কোথায় আটকা পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।