রাজধানীতে আনসারুল্লাহর প্রধানসহ তিনজন গ্রেপ্তার
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর ফকিরাপুল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান আবুল বাশারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায় ও সিলেটে ব্লগার অনন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্য দুজন হলেন- আনসারুল্লাহ বাংলাটিমের মিডিয়া শাখার সদস্য জুলহাস বিশ্বাস এবং সংগঠনটির সদস্য জাফরান আলী। র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।