চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী’র শোক প্রকাশ
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান সিলেটের আওয়ামী পরিবারের একজন ত্যাগী ও সংগ্রামী মুজিব সৈনিক। সিলেটবাসী আজ একজন অভিভাবককে হারিয়েছে। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের শূন্যতা কখনও পূরণ হবে না। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।