ডাকাতির ঘটনায় খাসদবীরে বৈঠক : রাতে চলাচল সীমিত
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর খাসদবীরে একই রাতে দু’বাসায় ডাকাতির ঘটনায় রাতে এলাকায় চলাচল সীমিত ঘোষণা করা হয়েছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিমানবন্দর থানা এ সিদ্ধান্ত নেয়। শনিবার রাত ৮টায় নগরীর খাসদবীর বন্ধন ডি ১৮ নম্বর বাসায় উদ্বিগ্ন এলাকাবাসী বিমানবন্দর থানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
সভায় খাসদবীর এলাকার নিরাপত্তার স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো মধ্যে রাত ১টার পর খাসদবীর এলাকায় চলাচলে সীমাবদ্ধতা, সকল রাস্তার প্রবেশ পথে বাঁশের ব্যারিয়ার নির্মান, এলাকায় চৌকিদারের সংখ্যা বৃদ্ধি অন্যতম।
সভায় জানানো হয়, রাত ১টার পর পুলিশ কাউকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে আটক করে থানায় নিয়ে যাবে। পরবর্তীতে এলাকাবাসীর সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার সহকারী কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন, ওসি গৌছুল হোসেন, ওসি (তদন্ত) আলম, আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াসিন, এলাকার মুরুব্বী আলী আহমদ দবির, আলহাজ্ব এমএ মুগনী খোকা, হাজী আয়াজ আলী, এডভোকেট নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক জমির উদ্দিন, মোহন চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য মো. রিমাদ আহমদ রুবেল, সফিক মিয়া, মানিক মিয়া, জয়নাল মিয়া, মারজানুল বাছিত ইকবাল, আবদুল বাছিত, সাব্বির আহমদ, বাহার আহমদ, শাহ আলমগীর, আহসানুজ্জামান শরীফ, আবদুল মানিক, গাজী বুরহান, আরব আহমদ প্রমুখ।
উল্লেখ্য শনিবার ভোর রাতে খাসদবীর আবাসিক এলাকার বিয়েবাড়িসহ দু’টি বাসায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।