নগরীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ৮৯ দিন পর মামলা রেকর্ড
সুরমা টাইমস ডেস্কঃ অবশেষে আদালতের নির্দেশে দীর্ঘ ৮৯ দিন পর “দৈনিক আজকের পত্রিকার” সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাস-এর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার ঘটনায় মামলা রেকর্ড করেছে কোতয়ালী থানা। মামলার আসামিরা হচ্ছে- নগরীর বাগবাড়ীর বাসিন্দা বাদশা গাজী, জিন্দাবাজারের মিতালী ম্যানশনের বাসিন্দা শরিফুল আলম তুহিন, গোলাপগঞ্জের উত্তরভাগ গ্রামের সালাহ উদ্দিন, নগরীর জালালাবাদ ২১ নম্বার বাসার বাসিন্দা শহিদুর রহমান সুমন ও বাগবাড়ির শরীফ গাজী। হামলাকারী কেউ এখনো গ্রেফতার হয়নি। গত বৃহস্পতিবার মামলা রুজু করে গতকাল শনিবার মামলাটি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পরদিন কাইয়ুম উল্লাস থানায় লিখিত এজাহার দাখিল করেন। কিন্তু, পুলিশ মামলা রেকর্ড না করায় তিনি আদালতে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জুন নগরীর সুরমা পয়েন্ট থেকে ৬-৭টি মোটরসাইকেলে ১০/১২ জনের দুর্বৃত্তদল সাংবাদিক কাইয়ুম উল্লাসের ওপর হামলা চালায়। অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেলে তুলে জিন্দাবাজার একটি বিল্ডিংয়ে এনে মারধর করে স্টাম্পে সই নেওয়া হয়। একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কাইয়ুম উল্লাস। তিনি সংগঠনের তহবিল তছরুপকারী বাদশা গাজী’র অনিয়মের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদশা গাজী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এ হামলা চালায়।