সমাজকল্যাণ মন্ত্রীকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে
সুরমা টাইমস ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । আজ শুক্রবার রাতে এয়ার অ্যাম্ব্যুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিংগাপুর নেয়া হচ্ছে। বৃহস্পতিবার নিউমোনিয়া জনিত শ্বাসকষ্টের কারণে মন্ত্রী সৈয়দ মহসীন আলীকে ঢাকার বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ)’ ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক সমস্যা আরও বেড়ে যায়। হার্টের অবস্থা স্থিতিশীল না থাকায় তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা ।
মন্ত্রীর ঘনিষ্টজন মৌলভীবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম আতাউর রহমান লোকমান জানান, মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার শেষ রাত অর্থাৎ শনিবার ভোর রাত ৪টায় একটি এয়ার এম্ব্যুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। এদিকে পরিবারের সদস্যরা মন্ত্রী সৈয়দ মহসীন আলীর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন ।