মাতৃগর্ভে গুলি : পাঁচ আসামি রিমান্ডে
সুরমা টাইমস ডেস্কঃ মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহতের ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে দুই দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ বুধবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজ উল ইসলাম রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাউল হক জানান, আসামি ফরিদ, সাগর ও রিটনের পাঁচ দিন এবং ইলিয়াস ও সোহেলে রানার তিন দিন করে রিমান্ডের আবেদন করা হয়। পরে শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়ার সঙ্গে শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পিওন মোহম্মদ আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন মমিন ভূঁইয়া নামের একজন। এছাড়া গর্ভের শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামের এক গৃহবধূ। পরে ২৬ জুলাই নিহত মমিনের ছেলে রুবেল সদর থানায় ১৬ জনকে আসামি করে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। এ মামলার ১৬ আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৯ জন।