দোষী ছাত্রলীগ কর্মীদের বিচার দাবি জানালো ‘আসক’

sust chhatroleage2নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষকদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় আসক তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

শাবি ভিসি আমিনুল হকের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

পরে জয় বাংলা স্লোগানে একদল ছাত্র অবস্থানরত শিক্ষকদের ব্যানার কেড়ে নেয়। শিক্ষকদের গলা ধাক্কা দিয়ে এবং মারধর করে সরিয়ে দেয় তারা। এই ফাঁকে ভিসি আমিনুল হক ভবনে ঢুকে নিজের কার্যালয়ে যান।

হামলার প্রতিবাদে সোমবার আধাবেলা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে উপাচার্যবিরোধী আন্দোলনে থাকা সরকার সমর্থক শিক্ষকদের একাংশ।