বস্তির মেয়েকে ডাক্তার বানানোর দায়িত্ব নিলেন পড়শী
পড়শী ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করেছেন। সেখানে সে তোহা নামের এক ছোট মেয়েকে ডাক্তার বানানোর দায়িত্ব নিয়েছেন। নিচে পড়শীর ফেসবুক স্টাটাস টি তুলে ধরা হলো:
‘রায়েরবাজার একটি বস্তিতে থাকে তোহা। তার স্বপ্ন বড় হয়ে সে ডাক্তার হবে । গতকাল জাগো ফাউন্ডেশনে আমাকে দেখে জড়িয়ে ধরে তোহা। মনে হচ্ছিল কত দিনের চেনা আমরা। তোহা কে দেখে কেন জানি আমার চোখে পানি চলে আসলো। মনে হচ্ছিলো আমারই যেন ছোট বোন তোহা। তার মুখে শুনি, তার ডাক্তার হতে চাওয়ার স্বপ্নের কথা। ইনশাল্লাহ তোহা ডাক্তার হবে।’
‘আজ থেকে তোহার পড়াশুনার সকল দায়িত্ব নিলাম আমি এবং আমার পরিবার। আমি চাই না শুধু মাত্র দারিদ্রতার জন্য তোহার ডাক্তার হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমি আছি আজ থেকে তোহার পাশে। ইনশাল্লাহ একটি সময় আমরা সবাই দেখব তোহা ডাক্তার হয়েছে। অনেক বেশি অপেক্ষা করছি আমি সেই দিনটি দেখার জন্য।’
‘ধন্যবাদ জাগো ফাউন্ডেশনকে। আমরা যদি প্রতেকে আমাদের সামর্থ্য অনুযায়ী এমন একটি গরিব শিশুর পড়াশুনার দায়িত্ব নেই তাহলে আজ থেকে ১৫ বছর পর হয়তো আমাদের দেশে অশিক্ষার হার অনেক বেশি কমে যাবে। অনেক তোহার স্বপ্ন পূরণ হবে। আমাদের মাঝে এই মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে যে, এ আমাদের করুণা নয়, অবশ্যই নয়; এ আমাদের দায়িত্ব।’