এয়ারটেল টেলিফিল্ম ফেস্টিভ্যাল @ জিটিভি

Orunodoyer Tarun dolসুরমা টাইমস ডেস্কঃ জিটিভিতে চলতি মাসের (২৭ থেকে ৩০ জানুয়ারী) প্রচার হবে ‘এয়ারটেল টেলিফিল্ম ফেস্টিভ্যাল’। ৪ দিনে ৯টি বিশেষ টেলিফিল্ম সম্প্রচার হবে চ্যানেলটিতে। প্রতিদিনই রাত ৮টা এবং ১১ সম্প্রচারিত হবে এই বিশেষ টেলিফিল্ম। উৎসবের প্রথম দিন ২৭ জানুয়ারী রাত ৮টায় প্রচার হবে ফুয়াদ নাসের ও রহমান মুস্তাফিজ পাভেলের চিত্রনাট্যে এবং সামির আহমেদের পরিচালনায় টেলিফিল্ম ‘অরুণোদয়ের তরুণ দল’, এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, নাঈম, স্পর্শিয়া, আরাবী ও আসিফ। ২৭ জানুয়ারী রাত ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আমাদের গল্প’, এটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, এতে অভিনয় করেছেন – জয়া আহসান, মনিরা মিঠু, জয়রাজ, রওনক হাসান, ঈশিতা, তাহসান, নাফিজা, সোহেল খান প্রমুখ। ২৮ জানুয়ারী রাত ৮টায় প্রচার হবে ইকবাল হোসাইন চৌধুরীর রচনা ও রেদোয়ান রনির পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘কিকঅফ’, এতে অভিনয় করেছেন – পার্থ বড়–য়া, ইলোরা গহর,শহীদুল ইসলাম সাচ্চু, মনিরা মিঠু, বিদ্যা সিনহা মিম, আফনান, এ্যানেল শুভ্র প্রমুখ।২৮ জানুয়ারী রাত ১১টায় প্রচার হবে শাফায়েত মনসুর রানার চিত্রনাট্য ও পরিচালনায় ‘ভিটামিন-টি’। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অপর্না, মিশু সাব্বির, সায়েম, পিয়া,সালমান মুক্তাদির,তারিক আনাম খান। ২৯ জানুয়ারী রাত ৮টায় প্রচার হবে ‘ইমপসিবল-৫’, তানিম রহমান অংশুর পরিচালনায় । ২৯ জানুয়ারী রাত ১১টায় প্রচার হবে রেদোয়ান রনির রচনা ও পরিচালনায় ‘ভালোবাসা ১০১’। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মেহজাবিন, টয়া, সাজু খাদেম, তুষার খান, মিসু সাব্বির, দিলারা জামান প্রমুখ। উৎসবের শেষ দিন ৩০ জানুয়ারী প্রাচার হবে তিনটি টেলিফিল্ম। ঐ দিন বিকাল ৫টায় প্রচার হবে শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘ভালোবাসি তাই…’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আলী যাকের, শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তিশা, আরেফিন শুভ, সজল, হিল্লোল, মীম, তানিয়া প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’। এতে অভিনয় করেছেন-জয়া আহসান, ওমর আয়াজ অনি, তিশা, ইরেশ যাকের, সানজিদা প্রীতি, আরেফিন শুভ প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে আদনান আল রাজীবের পরিচালনায় ‘@ 18 all-time  দৌড়ের উপর’ এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, সায়েম, সালমান মুক্তাদির, স্পর্শিয়া প্রমুখ।