গভীর নলকূপ থেকে বৃদ্ধাকে উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান! (ভিডিও)

https://www.youtube.com/watch?v=aw1Hox7ND5w

ডেস্ক রিপোর্টঃ আজকাল বিভিন্ন গর্তে পড়ে মানুষ মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। কিছুদিন আগেও ঢাকার ম্যানহোলে পড়ে একজন শিশু মারা গেছেন। এবার, ৮০ বছরের বেশি বয়সী একজন বৃদ্ধাকে গত রবিবার গভীর নলকূপ থেকে উদ্ধার করা হয়েছে।

চায়নার আনহুই প্রদেশের চিজহু শহরে একজন বৃদ্ধা ৩০ মিটার গভীর একটি নলকূপে পড়ে যান। তার পরিবারের সদস্যরা জানান, তিনি কুয়ার উপরে একটি বিরাট গর্ত ছিল। সেই বৃদ্ধা গর্তে পতিত হয়ে তার পথ হারিয়ে কুয়ার ভেতর পড়ে যান। তিনি কুয়ার মাঝামাঝি স্থানে যেয়ে আটকে যান এবং এক ঘণ্টা পর্যন্ত সেখানে দাড়িয়ে আর্তনাদ করেন। তার অর্ধেক শরীর পানির মাঝে নিমজ্জিত ছিল।  পরবর্তীতে দমকলকর্মীরা এসে তাকে দেড়-ঘণ্টা প্রচেষ্টা করার মাধ্যমে উদ্ধার করেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।–সূত্র: সিসিটিভি।