শ্রীমঙ্গলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে ডাকাতি, আটক ৪
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে দুই বাড়ীর মালামাল লুটে নিয়েছে দূর্বত্তরা। আর অচেতন অবস্থায় এই দুই পরিবারের পাঁচজনকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে। বুধবার রাতে শ্রীমঙ্গল শহরতলীর ক্যাথলিক মিশন সড়কের নোমান আহম্মেদ চৌধুরী ও শিক্ষক সুকুমার চক্রবর্তীর বাসায় এই ঘটনা ঘটে। নোমান আহম্মেদের বাসা থেকে ১৩ ভরি স্বর্ণ ও নগদ আট হাজার টাকা এবং সুকুমার চক্রবর্তীর বাসা থেকে তিন ভরি স্বর্ণ ও নগদ আড়াই হাজার টাকা লুটে নিয়ে যায়।
বাসার বাসিন্দা তাম্মি চৌধুরী জানান, রাতে খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়েন। তিনি গত রাতে ভাত না খেয়ে নুডুলস্ খেয়ে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুইজন লোককে ঘরের ভেতর দেখতে পান। এসময় তিনি বিছানা থেকে উঠে পাশ্বের রুমে যেতে যাইলে তাকে দা দিয়ে ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। অন্য বাসার অদ্বিতীয়া চক্রবর্তী বলেন, রাতে দুই লোক ঘড়ে ডুকে তাকে বিছানার সাথে বেঁেধ গলায় দা ধরে রাখে। এ সময় পরিবারের অন্য সদসরা অচেতন ছিলেন। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্য মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় প্রাথমিক ভাবে চার জনকে আটক করা হয়েছে।