৮ ঘন্টা পর সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

railডেস্ক রিপোর্টঃ শ্রীমঙ্গলে একটি সেতুতে ফাঁটল দেখা দেওয়ায় রবিবার বেলা ১টা থেকে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মেরামতের পর রবিবার রাত সোয়া ৯টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রায় ৮ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হল।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী ম্যানেজার শাখাওয়াত হোসেন জানিয়েছেন, আজ হঠাৎ করে শ্রীমঙ্গলের জানকিছাড়া নামক স্থানে একটি সেতুতে ফাঁটল দেখা দেয়। বেলা ১টার দিকে ফাঁটলের বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এরপর থেকে সিলেট-ঢাকা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তিনি জানান, মেরামতের পর রাত সোয়া ৯টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।