নবীগঞ্জে দীঘলবাক ডেপলাপমেন্ট এসোসিয়েশন ইউকে উদ্যোগে শাড়ী লুঙ্গী বিতরন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে : দীঘলবাক ইউনিয়ন ডেপলাপমেন্ট এসাসিয়েশন ইউ,কে উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে দুঃস্থ্যদের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার সময় ঈদ উপহার বিতরণ উপলক্ষে দীঘল ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া। পরিচালনা করেন ফয়জুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দীঘলবাক ডেপলাপমেন্ট এসোসিয়েশন ইউ,কে শাখার সাধারন সম্পাদক ও বাংলাদেশ মানবাধীকার সংস্থা ইউ,কে শাখার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফিরোজুল ইসলাম,এডভোকেট আনসার খাঁন,এডভোকেট শাহাজাহান সিরাজ। বক্তব্য রাখেন,সাবেক মেম্বার আবুল কালাম,খলিলুর রহমান,ইউপি সদস্য ফজলু মিয়া,মানিক মিয়া,আছদ্দর মিয়া,গোলাম হোসেন প্রমূখ। অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন,ইউপি সদস্য,সাদিক মিয়া,আব্দুল বারিক মেম্বার,লেচু মিয়া,মজনু মিয়া,মুবাশ্বির হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রায় ৭’শত পরিবারের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরন করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান বলেন,দীঘলবাক ডেপলাপমেন্ট এসোসিয়েশন ইউকে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যে সাহায্যে উপহার নিয়ে এসেছি,আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে ও যেন ইউনিয়নবাসীর জন্য আরো বড় কিছু নিয়ে আসতে পারি সে জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। যারা উক্ত সংগঠনের সাথে জড়িত এবং অক্লান্ত পরিশ্রম করছেন,তাদের নাম উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।