আব্দুল কাইয়ুম জালালী পংকির বাসায় পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছে ছাত্রদল
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আব্দুল কাইয়ুম জালালী পংকি’র বাসায় পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ ও সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না এবং মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ ও সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার হীন উদ্দেশ্যে বিরোধী দলকে পর্যুদস্ত করার জন্যই ধারাবাহিকভাবে নিন্দনীয় অগণতান্ত্রিক কার্যকলাপ করে যাচ্ছে। বর্তমান সরকারের রাজত্বে কোন মানুষেরই জানমালের নিরাপত্তা নেই। আব্দুল কাইয়ুম জালালী পংকি একজন স্পষ্টবাদী, সত্যভাষী ও সিলেটের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার স্পষ্টবাদিতা এবং বাক স্বাধীনতাকে স্তব্ধ করতেই তার বাসভবনে পুলিশের এই অভিযান চালানো হয়েছে। নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের জুলুমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মিথ্যা মামলা, হামলা, খুন, গুম, অপহরণ, যুবলীগ-ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তা-ব ও তাদের দ্বারা সংঘটিত চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ করা না হলে দেশ যে ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে তার দায়ভার ক্ষমতাসীনদেরই নিতে হবে। বিজ্ঞপ্তি