মাধবপুরে ৮ম শ্রেণীর ছাত্রীর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এক স্কুল ছাত্রীর ইজ্জতের মূল্য নিধারন করা হয়েছে ৫০ হাজার টাকা। । জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের অরবিন্দু সরকার অরু’র ছেলে সিএনজি চালক বখাটে সুজিত সরকার কাজল পার্শ্ববর্তী হালুয়াপাড়া গ্রামের প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্ত্যাক্ত করত। মঙ্গলবার সকালে স্কুল ছাত্রী বিদ্যালয়ে যাবার জন্য সুজিত সরকার কাজলের সিএনজিতে উঠলে সুজিত স্কুল ছাত্রীটি কে ফুসলিয়ে অপহরন করার সময় মেয়ের ভাই ও অন্যান্য লোকজন সুজিত কে আটক করে। বিষয়টি ধামাপাচা দিতে ওইদিন সন্ধ্যায় উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের অফিস পুরাতন গরুর বাজারে একটি শালীস বৈঠকের আয়োজন করে। শালীস বৈঠকে বিচারকরা বখাটে সিএনজি চালক সুজিত সরকারকে কাজল কে ৫০ হাজার টাকা জরিমানা করে । শালীসের বিচারক ইউপি সদস্য বাচ্চু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি আপোষ মিমাংসা করা হয়েছে। তাছাড়া মেয়েটির বয়স কম হওয়ায় ছেলেটির সাথে বিয়ে দেওয়া সম্ভব হয়নি। হালুয়াপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুল আহাদ ফকির সুনর জানান, বিষয়টি উভয় পক্ষের সম্মতিতে শেষ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার অফিসে শালীস হয়েছে কিন্তু আমি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। দুই গ্রামের লোকজন মিলে বিষয়টি শেষ করে দিয়েছে।