২০ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চালু

train-udoyonসুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এলাকায় আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ২০ পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের স্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেকার হোসেন চৌধুরী জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে একটি বডি উদ্ধার করে নিয়ে যায়। পরে আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন আনা হয়। ভোরে কাজ শুরু করে ট্রেনটি। এরপর টানা কাজ করার পর রাত সোয়া ১১টার দিকে কাজ শেষ হয়। এরপর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যায়।
এর আগে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বুধবার রাত ৩টা ৫ মিনিটে টিলাগাঁও স্টেশন এবং মনোরেল স্টেশনের মাঝখানে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, গভীর রাতে অবরোধকারীরা ফিসপ্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসির দাবি ওটা ছিল নিছক দুর্ঘটনা।