গোপন প্রেমের তথ্য ফাঁস হওয়ায় দু’জনের আত্মহত্যা
সুরমা টাইমস ডেস্কঃ বিবাহিত নারী-পুরুষরা গোপন প্রেমের জন্য ব্যবহার করেন -এমন একটি ওয়েবসাইট ‘অ্যাশলে ম্যাডিসন’ হ্যাকিং হবার পর এর দুজন ব্যবহারকারী আত্মহত্যা করেছেন। কানাডার পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছে, হ্যাকাররা এ দু’জন ব্যবহারকারীর অনেক গোপন তথ্য প্রকাশ করেছে আর সে কারণে তারা আত্মহত্যা করেছে। তবে মৃত ওই দুই ব্যক্তির বিষয়ে আর বেশি কিছু জানায়নি কানাডিয়ান পুলিশ।
পুলিশ জানায়, ‘অ্যাশলে ম্যাডিসন’ এর হ্যাকারদের বিষয়ে তথ্য দিতে পারলে পাঁচ লাখ কানাডিয়ান ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়েবসাইটটির মূল প্রতিষ্ঠান অ্যাভিড লাইফ মিডিয়া । গত মাসে ‘অ্যাশলে ম্যাডিসন’এর প্রায় ৩৩ মিলিয়ন ব্যবহারকারীর গোপন তথ্য চুরি করে হ্যাকাররা।
ইমপ্যাক্ট টিম নামে ওই হ্যাকারদের হুঁশিয়ারি করে দিয়ে টরেন্টো পুলিশের কর্মকর্তা ব্রাইস ইভান্স বলেছেন, ‘আপনারা যা করছেন তা অবৈধ এবং এটা আমরা কোনভাবেই মেনে নিবোনা’। ওই হ্যাকিংয়ের বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে ও হ্যাকিং কমিউনিটির সাহায্যে ‘ইমপ্যাক্ট টিম’ এর সদস্যদের বিষয়ে জানার চেষ্টা করছে।