রাজনের পরিবারকে সিএনজি দিল ক্যাপ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট রেঞ্চের ডিআইজি মিজানুর রহমান বলেছেন, সিলেট মহানগর পুলিশ খুব কম সময়ের ভিতরে রাজন হত্যা মামলার আসামীদের গ্রেফতার করেছে, চার্জশিট দিয়েছে, ঘটনার সাথে সংশ্লিষ্ট ৮জনের স্বীকারুক্তিমূলক জবানবন্ধি গ্রহন করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, আর পুলিশ এভাবেই যদি প্রতিটি মামলায় আন্তরিকতার সাথে কাজ করে তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্টিত হবে। তিনি আরো বলেন, আদালতে আজকে (সোমবার) রাজনের মামলার চার্জশিট গৃহীত হয়েছে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে, শীঘ্রই মামলাটির দ্রুত বিচার আদালতে স্থানান্তরি হবে এবং ৯০দিনের ভিতরে বিচার কার্য সম্পন্ন হবে বলে আমরা সবাই আশাবাদী।
সোমবার দুপুরে সিলেট নগরীর পুলিশ লাইন মিলনায়তনে কমিউনিটি এগেইনস্ট পভারর্টি (ক্যাপ) ফাউন্ডেশন ইউকে কর্তৃক সিলেটে বর্বরোচিভাবে নিহত শিশু সামিউল আলম রাজনের পরিবারের হাতে একটি সিএনজি (অটোরিক্সা) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিএনজি (অটোরিক্সা) হস্তান্তর অনুষ্টানে সভাপতিত্ব করেন (ক্যাপ) ফাউন্ডেশন ইউকের কান্ট্রি ডিরেক্টর আব্দুস সহিদ মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, সিলেট রেঞ্চের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন, এসএমপি’র ডিসি ফয়ছল মাহমুদ, সিলেট জেলা এডিশনাল পুলিশ সুপার নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন, ক্যাপ ফাউন্ডেশনের রাসেল আহমদ, এ এম এফ ফৌজি চৌধুরী, মধু মিয়া, সেলিম উদ্দিন, এমদাদুর রহমান, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, শিব্বির আহমদ, শামীম আহমদ, দেলোয়ার হোসেন, কবির উদ্দিন, শামীম তালুকদার, রেজাউল হক, নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম, জুবায়ের আলম, জুনেদ আহমদ, তামিম আহমদ, আব্দুল আলী, তোফায়েল আহমদ, শিমুল আহমদ, হুমায়ুন কবির, এমরান আহমদ, আলী হোসেন, সিরাজুল ইসলাম, ইমাম হাসান, জাকারিয়া আহমদ, মুহিবুর রহমান, আজির উদ্দিন, আখলাকুর রহমান, সায়েস্তা তালুকদার, জুনেদ আহমদ প্রমূখ।
প্রসঙ্গত, কমিউনিটি এগেইনস্ট পভারর্টি (ক্যাপ) ফাউন্ডেশন ইউকে ২০১২ থেকে বৃহত্তর সিলেট অঞ্চলে দরিদ্র অসহায় জনগণের সেবা কার্যক্রমের অংশ হিসেবে টিউব ওয়েল, রিক্সা, সেলাই মেসিন বৃত্তি প্রদান মেডিকেল এইড, সেনিটেশন ব্যবস্থা গ্রহন করে আসছে পাশাপাশি দরিদ্রদের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজণীয় জিনিস বিতরণ করে থাকে। এ কার্যক্রম সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ, গোয়াইঘাট, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, হবিগঞ্জের সদর ও নবীগঞ্জ উপজেলায় এ কার্যক্রম চলছে।