বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপরে যমুনার পানি

Jamunaসুরমা টাইমস ডেস্কঃ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দি উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মোত্তালেব জানান, বিগত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চরাঞ্চলের (কাজলা, কর্নিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী, হাটশেরপুর ও সদর ইউনিয়নের কিছু অংশ) আধা পাকা আউশ ধান, বীজতলা, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।