সিলেটে চারদিন ধরে কলেজছাত্র নিখোজ
সিলেটে প্রাইভেট মেস থেকে চারদিন ধরে এক কলেজছাত্র নিখোজ রয়েছে। এ ব্যাপারে রোববার (১৬আগষ্ট) সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। নিখোজ মো. তৈফুর মিয়া ওরফে রাজু (১৭) সিলেট নগরীর আখালিয়াস্থ বাংলাদেশ বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ-এর একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়াবাজার এলাকাধীন খাগাহাটা গ্রামে। সে ওই গ্রামের মো. রফিক উদ্দিনের পুত্র।
নিখোজের পারিবারিক সুত্র জানায়, কলেজে লেখাপড়ার সুবিধার্থে মো. তৈফুর মিয়া গত ২৭জুলাই সিলেট নগরীর সুবিদবাজারস্থ আব্দুল গণী সুপার মার্কেটের একটি মেসে উঠে। সহপাঠী অন্যান্য ছাত্রের সাথে সে ওই মেসে বাস করছিল। গত ১৫আগস্ট শনিবার রাত ৮টার দিকে মেসের কক্ষে মোবাইল ফোন (০১৭২১-০৩৭৬৯৪) রেখে খাদ্যদ্রব্য কেনার কথা বলে নিচে নামলে আর মেসে ফিরেনি। ওইদিন রাত ১০টায় তার রুমমেট মো. তৌফিকুর রহমান মোবাইল ফোনে তৈফুরের মেসে না ফেরার বিষয়টি তার পরিবারকে অবহিত করে। এর পর থেকে অনেক খোজাখোজি করে তার কোন সন্ধ্যান না পেয়ে তৈফুরের পিতা মো.রফিক উদ্দিন ১৬আগস্ট সোমবার সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং-৯৭৯) করেন। তার কোন সন্ধ্যান পাওয়া গেলে তৈফুরের বাড়ির ঠিকানায়, সিলেট কোতোয়ালী মডেল থানায় অথবা মোাইল ফোন -০১৭২৬-৮৮৬৪৭৫-নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি