মাধবপুর থানার সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে মামলার নির্দেশ

Bangladesh Policeনির্মল ভট্টাচার্য্য রিংকু, হবিগঞ্জঃ হবিগঞ্জের মাধবপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান সিদ্দীকী। কোর্ট ইন্সপেক্টরকে বিচারক এ আদেশ প্রদান করেন। আগামী ৭ কার্য দিবসের মধ্যে কোর্ট ইন্সপেক্টর পুলিশ রেগুলেশন অনুযায়ী ওসি আব্দুল বাছেদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের নুর আলীর পুত্রকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৩ লাখ ৩০ হাজার টাকা আত্মসাত করে একই এলাকার সিদ্দিক মিয়া ও তার লোকজন। গত বছরের ৩ আগষ্ট সিদ্দিক মিয়ার কাছে টাকা দেয়ার পর থেকে তাকে মালয়েশিয়া না পাঠিয়ে হুমকি-ধমকি দিতে থাকে। এছাড়া গত ৩ অক্টোবর বাড়ির সামন থেকে সিদ্দিক ও তার লোকজন তৌহিদকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিনেও তৌহিদের কোন হদিস না পাওয়ায় তার মা মোছাম্মত ফিরোজা আক্তার বাদী হয়ে সিদ্দিকসহ ৪ জনের বিরুদ্ধে প্রতারণাপূর্বক বিশ্বাসভঙ্গ ও খুন করার উদ্দেশ্যে অপহরণের ঘটনায় মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু মাধবপুর থানার সদ্য বিদায়ী ওসি আব্দুল বাছেদ মামলাটি এফআইআর না করে গড়িমসি করায় মোছাম্মত ফিরোজা আক্তার আদালতে একই অভিযোগে গত বছরের ৩০ ডিসেম্বর মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর এর নির্দেশ দেন। পাশাপাশি ওসি আব্দুল বাছেদকে এ বছরের ১ জানুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটের মধ্যে আদালতে স্বশরিরে উপস্থিত হয়ে মামলাটি এফআইআর না করার বিষয়টি ব্যাখ্যা করার আদেশ দেন। কিন্তু আাদালতের নির্ধারিত তারিখে এবং পরপর আরও দুই তারিখ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নোটিশ পাওয়ার পরও ওসি আদালতে উপস্থিত হননি। এ অবস্থায় গত ২ ফেব্র“য়ারী আদালত কোর্ট পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে ৭ কার্যদিবসের মধ্যে ওসি আব্দুল বাছেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ার জন্য আদেশ দেন। এছাড়া তার কাছে পুলিশ সুপারের নির্দেশনা থাকা সত্বেও আদালতে হাজির না হওয়ায় তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রতি অবজ্ঞার পরিচয় দিয়েছেন মর্মে আদালত মত দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে এ আদেশের কপি হাতে পৌছে।
প্রসঙ্গত, ওসি আব্দুল বাছেদ এর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।