প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করুন : শেখ হাসিনাকে রিপন
সুরমা টাইমস ডেস্কঃ দেশের জন্য সব ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথা বলেছেন। তাহলে তিনি পদত্যাগ করে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পারেন। “বর্তমানে যে সংসদ চলছে, তার নৈতিক ভিত্তি না থাকলেও আইনি ভিত্তি তো রয়েছেই। একারণে সংসদে তিনি (প্রধানমন্ত্রী) নির্বাচনকালীন সরকারের একটি বিল পাস করতে পারেন। সেটা যদি প্রধানমন্ত্রী ভাবেন, তাহলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কোনো পরাজয় ঘটবে না, বরং দেশের স্বার্থ বিবেচনা করে তিনি যদি পদক্ষেপ গ্রহণ করেন, সেটা হবে সবচেয়ে বড় ত্যাগ।” এই প্রসঙ্গ ১৯৯৬ সালের আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন বিএনপি সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন রিপন। “বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার স্টেপডাউন করেছিলেন। তাতে বেগম জিয়ার রাজনৈতিক পরাজয় ঘটেনি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অনেক চাপের মুখে ১১৬টি আসন নিয়ে সংসদে বড় মাপের বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছিল।” একই ধরনের পদক্ষেপ আওয়ামী লীগ নিলে তাদেরও পরাজয় ঘটবে না মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “দয়া করে আপনি (শেখ হাসিনা) জনগণের জন্য সুষ্ঠু নির্বাচনের নজির সৃষ্টির এই ত্যাগটুকু স্বীকার করুন। আপনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।” বাংলাদেশ বর্তমানে বড় ধরনের সঙ্কটের মধ্যে রয়েছে দাবি করে রিপন বলেন, সেজন্যই পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন তারা। কুমিল্লার কচুয়ায় শিক্ষার্থীদের উপর হামলার নিন্দাও জানান বিএনপি, যে হামলার অভিযোগ উঠেছে যুবলীগের কর্মীদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে রিপনের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আবদুল হালিম, আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ, বেগম মেহেরুন্নেসা খান, বেলাল আহমেদ, ওবায়েদুল হক নাসির উপস্থিত ছিলেন।