কুমিল্লায় অপহৃত শিশু সিলেটের জাফলংয়ে উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের সীমান্তের জাফলং চা বাগান এলাকার সংগ্রামে অভিযান চালিয়ে অপহৃত একটি শিশু উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। শিশুটির নাম মো. রনি মিয়া (০৭)। বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাটের জাফলং চা বাগানের গুচ্ছগ্রাম এলাকার মৃত আ. কানু মণ্ডলের ছেলে মো. হানিফ মণ্ডল (৭০) এর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে বিজিবি। পরে জানা যায়, শিশুটিকে গোয়াইনঘাট হাদার পাড় এলাকার বগাইয়া মুসলিম পাড়া গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. শাহীন (২৮), মো. আব্দুল জলিলের ছেলে মো. সালাহ উদ্দিন (২৬), মো. মোতালেব মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম, গত ২৬ বা ২৭ জুলাই তারিখ ভারতে পাচারের উদ্দেশ্যে কুমিল্লা থেকে নিয়ে আসে। ছেলেটির কাছ থেকে শুধুমাত্র তার নাম রনি মিয়া বলে জানা যায়। সে তার পিতা বা মাতার নাম বলতে পারেনি বলে জানায় বিজিবি।
ওইদিনই ছেলেটির প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তরের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।