সিলেটে ১৬ পৌরসভায় নির্বাচন : জয় পাবে বিএনপি , এগিয়ে আওয়ামীলীগ

election2015অহী আলম রেজা :: রাত পোহালেই ভোট। ভোটাররাও প্রস্তুত। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সিলেটের ষোল পৌর এলাকায় এখন উৎসবের আমেজ। প্রচার-প্রচারণা শেষে এবার শেষ মূহুর্তে হিসেব কষছেন প্রার্থীরা। কোন জায়গায় ত্রুটি হলে শোধরে নিচ্ছেন অতি গোপনে।
বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করে দেখা গেছে সিলেটে আওয়ামীলীগ প্রার্থীরা এগিয়ে থাকলেও বিএনপি সমর্থিত প্রার্থীরাও শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
গোলাপগঞ্জ পৌরসভায় দলীয় প্রতীক নৌকা নিয়ে মেয়র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু। এ পৌরসভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। শক্ত অবস্থানে আছেন বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন। এবার শেষ মূহুর্তে এসে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী এগিয়ে গেছেন। তবে, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপনেরও সম্ভাবনা রয়েছে।
কানাইঘাট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র লুৎফুর রহমান। তাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান। এ পৌরসভায় কৌশলে প্রার্থী দিয়েছে জামায়াত। শেষ মূহুর্তে বিএনপি সমর্থন দিলে জয়ী হতে পারেন জামায়াত নেতা অলিউল্লাহ।
জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আবদুল মালেক ফারুক জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী হয়েছেন। এ পৌরসভায় নৌকা প্রতীকে নির্বাচন করছেন মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ফারুক আহমদ। এখানে বিএনপির প্রার্থী বদরুল হক বাদল, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক, খেলাফত মজলিস প্রার্থী জাফরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান। তবে, এ পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী আবদুল মালেক ফারুক এগিয়ে আছেন।
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে লড়ছেন তিন জন। আওয়ামী লীগের আয়ুব বখত জগলুল, বিএনপির অধ্য শেরগুল আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদীন। এ পৌরসভায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধিতা হলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আয়ুব বখত জগলুল এগিয়ে আছেন।
ছাতক পৌরসভায় মেয়র পদে লড়ছেন দুই জন। আওয়ামী লীগের বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপির শামসুর রহমান শামসু প্রতিদ্বন্ধিতা করছেন। এ পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনুকে দল থেকে বহিস্কার করায় কালাম চৌধুরী অনেকটাই এগিয়ে আছেন।
জগন্নাথপুর পৌরসভায় লড়াই হবে আওয়ামীলীগ- বিএনপির মধ্যে। এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মনাফ, বিএনপির রাজু আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী শাহ নূরুল করিম। তবে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মনাফ এগিয়ে আছেন।
দিরাই পৌরসভায় বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন চারজন। বিএনপির মাঈন উদ্দিন চৌধুরী মাসুক, আওয়ামী লীগের মোশাররফ মিয়া, জাতীয় পার্টির রফিক সরদার ও জাসদের মোজাম্মেল হক।
হবিগঞ্জ পৌরসভা- হবিগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক পৌর মেয়র জিকে গউস। এ পৌরসভায় প্রার্থী পাঁচজন হলেও আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হবে।
নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী, জাতীয় পার্টি প্রার্থী মাহমুদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। এখানেও আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হবে।
মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হীরেন্দ্র লাল সাহা, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক। মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হীরেন্দ্র লাল সাহা এগিয়ে আছেন।
চুনারুঘাট পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নাজিম উদ্দিন শামসু, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম। এ পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নাজিম উদ্দিন শামসু এগিয়ে আছেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ছালেক মিয়া, বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান। এ পৌরসভায় ত্রি-মুখী লড়াই হবে।
মৌলভী বাজার পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ফজলুর রহমান, বিএনপি প্রার্থী মো. অলিউর রহমান, ওয়ার্কাস পার্টির সৌমিত্র দেব, ইসলামী আন্দোলনের মো. মোস্তফা কামাল, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ সুজাত আলী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে, মূল লড়াই আওয়ামীলীগ বিএনপির মধ্যে হলেও বিএনপি প্রার্থী অলিউর রহমান এগিয়ে আছেন।
কমলগঞ্জ পৌরসভা- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জুয়েল আহমেদ, বিএনপির মনোনীত প্রার্থী মো.আবু ইব্রাহিম জমসেদ, জাতীয় পার্টির প্রার্থী রফিকুল আলম, খেলাফত মজলিসের প্রার্থী মো. নজরুল ইসলাম, বিএনপির বিদ্রোহী প্রার্থী হাছিন আফরোজ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হাবিব বিপ্লব ও মো. মাসুক মিয়া। তবে এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জুয়েল আহমেদ এগিয়ে আছেন।
কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম সফি আহমদ আহমদ সালমান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সফি আলম ইউনুছ, বিএনপির মনোনীত প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ। এ পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি প্রার্থীর সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম সফি আহমদ আহমদ সালমান এগিয়ে আছেন।
বরলেখা পৌরসভায় মেয়র প্রার্থী ৬ জন। আওয়ামীলীগ প্রার্থী আবুল ইমাম মো. কামরান, বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, জাপা প্রাথী মীর মুজিবুর রহমান, জামায়াত সমর্থিত প্রার্থী খিজির আহমদ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুন নূর, বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান। তবে এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান এগিয়ে আছেন।