জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের দুই নেতা বরখাস্ত
সুরমা টাইমস ডেস্কঃ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর দুই কর্মচারীকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (প্রশাসন) আমিনুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া কর্মচারীরা হচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান মো. শামছুল হক ও উর্ধ্বতন টেকনিশিয়ান কাম সুপারভাইজার মুরলী সিংহ। এদের মধ্যে শামছুল হক জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের সাধারণ সম্পাদক ও মুরলী সিংহ যুগ্ম সম্পাদক। জালালাবাদ গ্যাস সিবিএ ও এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আবদুর রহমানের উপর হামলার ঘটনায় বর্তমানে এ দুইজন কারাগারে রয়েছেন।
বরখাস্তের আদেশে মহাব্যবস্থাপক (প্রশাসন) আমিনুল ইসলাম উল্লেখ করেন- ‘আপনি সিলেটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে গত ০৭-০৮-২০১৫ইং তারিখে সিলেট জেলা কারাগারে সোপর্দ হয়েছেন। তৎপ্রেক্ষিতে নিয়মানুযায়ী ০৭-০৮-১৫ইং তারিখ হতে কার্যকর করে আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’
প্রসঙ্গত, গত ০৬ আগস্ট জালালাবাদ গ্যাস ভবনে সিবিএ সভাপতি আবদুর রহমানের উপর হামলা চালায় কর্মচারী লীগের নেতাকর্মীরা। এতে আবদুর রহমান গুরুতর আহত হন। এ ঘটনায় সিবিএ সাধারণ সম্পাদক শাহ আলম বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শামছুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মুরলী সিংহকে গ্রেফতার করে।
এদিকে, সিবিএ সভাপতি আবদুর রহমানের উপর হামলার প্রতিবাদে গতকাল রবিবার দুপুরে গ্যাস ভবনের ফটকে সমাবেশ করেছে জালালাবাদ গ্যাসের কর্মচারীরা। সমাবেশে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের সহ সভাপতি আতিকুর রহমান, এমরান হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সিবিএ সভাপতি আবদুর রহমানের উপর হামলা চালায় কর্মচারী লীগের নেতাকর্মীরা তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আবদুর রহমানের সকল চিকিৎসা খরচ জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে দিতে হবে।
জালালাবাদ গ্যাস কর্মচারীদের সকল দাবি-দাওয়া অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় শ্রমিক-কর্মচারিরা দুর্বার আন্দোলনের ডাক দেবে।