কানাইঘাটে ছাত্রলীগের দুই গ্রুপে তুমুল সংঘর্ষ, আহত ২০
কানাইঘাট সংবাদদাতাঃ গতকাল শনিবার সিলেটের কানাইঘাটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। জানা যায়, আধিপত্ত বিস্তার নিয়ে উপজেলা ছাত্রলীগের একাংশের আহবায়ক গিয়াছ উদ্দিন ও নাজমুল ইসলাম ইসলাম হারুন সমর্থিত বিবাদমান দুই গ্রুপের মধ্যে পূর্ব থেকে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল দুপুর ১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কানাইঘাট ডিগ্রীকলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় নাজমুল ইসলাম হারুন সমর্থিত নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাশে ঢুকে গিয়াস উদ্দিন সমর্থিতদের উপর হামলা করলে গিয়াস গ্রুপের নেতা কর্মীরা দৌড়ে পালানোর সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৩জন গুরুতর আহত হন। পরে হারুন সমর্থিতরা কানাইঘাট বাজারে গিয়ে অবস্থান নিতে চাইলে গিয়াস সমর্থিতদের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। সেখানে প্রায় ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন অহত হন। এক পর্যায়ে গিয়াছ গ্রুপের প্রতিরোধের মুখে হারুন গ্রুপের নেতা কর্মীরা বাজার ত্যাগ করলে হারুন গ্রুপের অফিসে ব্যাপক ভাংচুর করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত কানাইঘাট বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল চৌধুরী জানান, পরিসিস্থতি এখন নিয়ন্ত্রনে রয়েছে এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ে করা হয়েছে।