শিক্ষিকা হাজেরা খানম এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাজেরা খানমের বিদায় উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য মুফতি আনিসুর রহমান তিতাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম মজুমদার, ম্যানেজিং কমিটির সদস্য ননি গোপাল রায় ও সরওয়ার জাহান, প্রাক্তন শিক্ষার্থী ডাঃ এনামুল হক, মোঃ আজিজুর রহমান ইমন, শিক্ষিকা আনোয়ার জাহান, নূরজাহান আখতার, জুলেহা বেগম, সীমা ভট্টাচার্য্য, সাফিয়া বেগম, আছমা আমীন, হেলেনা পারভীন, কৃষ্ণা দেবী, ফাহমিদা খানম জুবেলী প্রমুখ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা হাজেরা খানমের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি